ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪

আপনি নিশ্চই ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪ কত টাকা জানতে চান? যে কোন ফ্রিজ ক্রয়ের পূর্বে উক্ত ফ্রিজের কন্ডেন্সর ও কম্প্রেসার সহ ভিতরের স্পেশ, ওয়ারেন্টি, রিভিউ ও দাম বিবেচ্য বিষয়। এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 কত টাকা তা নিয়ে আলোচনা করব।

বর্তমানে বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিক পরিবেশে, রেস্তোরাঁ, দোকান, হোটেল সহ অনেক ক্ষেত্রে ফ্রিজ ব্যবহৃত হয়। এটি খাদ্যদ্রব্যকে দীর্ঘকাল তাজা ও ঠান্ডা রাখার ক্ষমতা রাখে, যা খাবারের গুণগত মান ও স্বাদ বজায় রাখে।

ওয়ালটন ফ্রিজ

ফ্রিজটির বিভিন্ন শীতল ক্ষমতা ও স্টোরেজ অপশন সহ ওয়ালটন ব্র্যান্ডের এই ফ্রিজ বিভিন্ন প্রয়োজন পূরণ করে। এখন ওয়ালটন ফ্রিজ বাজারে অত্যন্ত পরিচিত এবং দেশের নাম্বার ১ ব্রান্ড হিসেবে পরিচিত।

ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪

এখন সাধারনত সেফটি মেপে ফ্রিজের মূল্য সেফটি মেপে হয় বরং লিটার বেজ দাম হয়। বর্তমানে ওয়ালটনের ফ্রিজগুলো ১৪,৯৯০ টাকা থেকে শুরু করে করে ৫৪,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কথা না বাড়িয়ে চলুন আসল কথায় আসি, ওয়ালটন ফ্রিজ বাংলাদেশ প্রাইস 2024 আজকে জেনে নেয়া যাক। পোস্টটির শুরু থেকে শেষ অব্দি পড়লে আপনি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৪ কত টাকা তা জানতে পারবেন।

ওয়ালটন ফ্রিজ  সেফটি দাম ২০২৪

ফ্রিজ মডেলফ্রিজের দাম
১। ফ্রিজের নাম: WFB-1H5-ELXX-XXবর্তমান মূল্য: ৩১,২৯০ টাকা।
২। ফ্রিজের নাম: WFA-2B0-GDXX-XXবর্তমান মূল্য: ৩২,৪৯০ টাকা।
৩। ফ্রিজের নাম: WFA-2B0-GDEL-XXবর্তমান মূল্য: ৩২,৯৯০ টাকা।
৪। ফ্রিজের নাম: WFB-2X1-ELXX-XXবর্তমান মূল্য: ৩৩,২৯০ টাকা।
৫। ফ্রিজের নাম: WFA-2D4-NEXX-XXবর্তমান মূল্য: ৩৩,৯৯০ টাকা।
৬। ফ্রিজের নাম: WFA-2B0-GDEH-XXবর্তমান মূল্য: ৩৩, ৪৯০ টাকা।
৭। ফ্রিজের নাম: WFB-2X1-GDXX-XXবর্তমান মূল্য: ৩৩, ৪৯০ টাকা।

ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি দাম ২০২৪

ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি মডেলফ্রিজের দাম
১। ফ্রিজের নাম: WFD-1F3-GDELবর্তমান মূল্য: ৩২,৪৯০ টাকা।
২। ফ্রিজের নাম: WFD-1F3-GDEHবর্তমান মূল্য: ৩৩,০৯০ টাকা।
৩। ফ্রিজের নাম: WFD-1F3-RXXXবর্তমান মূল্য: ২৭,২৭১ টাকা।

ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম ২০২৪

আপনার যাহারা একটু বড় পরিষরে খাবার, ফলমুল ও শাকসবজি সহ অন্যান্য দরদারি দ্রবাদি রাখতে চান তাদের জন্য ১৪ সেফটি ফ্রিজ পারফেক্ট হবে। ওয়ালটন ফ্রিজ১৪ সেফটি ফ্রিজের দাম নিচে দেওয়া হলো।

ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি মডেল ফ্রিজের দাম
১। ফ্রিজের নাম: WFB-2E0-GDEL-XXবর্তমান মূল্য: ৩৬,৯৫১ টাকা।
২। ফ্রিজের নাম: WFB-2E0-GDSH-XXবর্তমান মূল্য: ৩৬,৩৩৫ টাকা।
৩। ফ্রিজের নাম: WFB-2E0-GJXB-SX-Pবর্তমান মূল্য: ৩৭,৫৬৭ টাকা।
৪। ফ্রিজের নাম: WFB-2E0-GDEL-XXবর্তমান মূল্য: ৩৬,০৭১ টাকা।
৫। ফ্রিজের নাম: WFB-2E0-GDEL-XXবর্তমান মূল্য: ৩৬,৫১১ টাকা।

এনআইডি সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে ভিজিট করুন: NID SERVICES । হিটাচি ফ্রিজের দাম ২০২৪

ওয়ারেন্টি বিষয়ক তথ্য:
আবাসিকভাবে ব্যবহারের ক্ষেত্রে:

কম্প্রেসার সহ প্রধান প্রধান অংশের ওয়ারেন্টি ৪ বছর।

শর্তসাপেক্ষে রিপসেলমেন্ট গ্যারান্টি ১ বছর।

কম্প্রেসার সহ প্রধান অংশের ১২ বছর।

দরজার ৩ বছরের ওয়ারেন্টি।

অন্যান্য অংশের ৪ বছরের ওয়ারেন্টি।

বিক্রয় পরবর্তী ৫ বছরের ওয়ারেন্টি।

বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে:

কম্প্রেসার সহ প্রধান প্রধান অংশের ওয়ারেন্টি ৪ বছর।

ফ্রিজটির দরজার ওয়ারেন্টি ১২ মাসের।

অন্যান্য অংশের জন্য ২৪ মাসের ওয়ারেন্টি।

বিক্রয় পরবর্তী সার্ভিসিং ২৪ মাসের।

জনপ্রিয় কিছু ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪

 ফিচারসহ দাম 
 
– মডেল:  WFB-2B6-GDEH-SC
– ফ্রিজের ধরন : Non-Frost
– HCFC মুক্ত : Cyclopentane
– গ্রস ভলিয়ম : ৫৯১ লিটার।
– নীট ভলিয়ম : ৫৪৮ লিটার।
 
  
– মডেল: WFD-1D4-GDEL-XX  
– ফিজটির ধরন: Direct Cool
– ফ্রিজটি গ্লাস ডোর
– গ্রস ভলিয়ম : ৩৮০ লিটার।
– নীট ভলিয়ম : ৩৬৫ লিটার।
– ব্যবহৃত গ্যাস : R600a
 
  
– মডেল: WFC-3F5-GDEH-XX
– ধরণ : Direct Cool
– গ্রস ভলিয়ম : ১৫৭ লিটার।
– নীট ভলিয়ম : ১৪৪ লিটার।
– ১০০% সিএফসি মুক্ত।
 
  
– মডেল: WNI-6A9-GDNE-BD 
– ফ্রিজটির ধরণ : Direct Cool
– গ্রস ভলিয়ম: ২৫২ লিটার।
– নীট ভলিয়ম: ২৩৮ লিটার।
– ইকো ফ্রেন্ডলি।
 

রিভিউ

বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং আউটলেট বিক্রিত পণ্যের কোয়ান্টিটির ভিত্তিতে বলা য়ায় ওয়ালটনের ফ্রিজ অন্যান্য কোম্পানির ফ্রিজের তুলনায় অনেক ভাল মানের। আমাদের দেওয়া রেটিং এ তাদের স্থান ৪.৫ আউট অব ৫।

নতুন একটি ফ্রিজ ক্রয়ের পূর্বে যে তিনটি বিষয় মাথায় রাখবেন –

১. কনডেন্সার: কপার কনডেন্সার যুক্ত ফ্রিজ বেশি টেকসই এবং বিদ্যুৎ সাশ্চয়ী। ফলে ফ্রিজের গ্যাস সহজে লিকেজ না হয়, মরিচা না পড়ে, ক্যাপেলরি জাম না হয়।

২. ফ্রস্ট অথবা নন ফ্রস্ট: ফ্রিজটি ফ্রস্টেড ফ্রিজে রাখা খাবারে বরফ জমে যায়, আর নন-ফ্রস্টেড ফ্রিজে সে ঘটনা না। নন-ফ্রস্টেড ফ্রিজে বিদ্যুৎ বেশি খরচ হয়, কিন্তু বেশি কালো শক্তির অনুপস্থিতিতেও খাবার কয়েক ঘণ্টা ভালো থাকে।

৩. কম্প্রেসর: ফ্রিজের কম্প্রেসর হলো তার প্রধান ইঞ্জিন সেটির অবস্থা দেখে ফ্রিজের কার্যকাল নির্ধারণ করা যায়। ফ্রিজের কম্প্রেসর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে ও আয়ুস্কাল কমে যাবে।

উপসংহার

আজকের এই ব্লগে আপনাদের সাথে ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪ কত টাকা তা নিয়ে আলোচনা করেছি। এ পোস্টটি আপনার জন্য সহায়ক হবে বলে আশা করছি। তবে ফ্রিজ ক্রয়ের পূর্বে ফ্রিজের দাম যাছাই বাছাই করবেন। এমন আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন। ধন্যবাদ

1 thought on “ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪”

Leave a Comment