Mobile

১৫ হাজার টাকার মোবাইল vivo

আপনি নিশ্চই ১৫ হাজার টাকার মোবাইল vivo ভাল স্মার্ট ফোন ক্রয়ের কথা ভাবছেন। আজকে এই লেখাটির মাধ্যমে আপনাকে ভিভো ফোনের কয়েকটি মডেলের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব।

ভিভো মোবাইল সাধারনত ক্যামেরা ফোকাসড ও শক্তিশালী ব্যাটারি হয়ে থাকে। ভিভো মোবাইল যারা গেইম প্রিয় ও ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি ফোন।

vivo ১৫ হাজার টাকার মোবাইল

আপনার বাজেট যদি ১৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকে তবে আপনার জন্য কয়েকটি স্মার্ট ফোন পেতে পারেন। সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো।

Vivo মোবাইলের মডেলমোবাইলের দাম
Vivo Y11বর্তমান মূল্য: ১১,৯৯০ টাকা।
Vivo Y1sবর্তমান মূল্য: ৮,৯৯০ টাকা।
Vivo Y12s  বর্তমান মূল্য: ১২,৯৯০ টাকা।
Vivo Y12A  বর্তমান মূল্য: ১২,৯৯০ টাকা।
Vivo Y20  বর্তমান মূল্য: ১৩,৯৯০ টাকা।
Vivo Y01  বর্তমান মূল্য: ১১,৫৯৯ টাকা।
Vivo Y15s  বর্তমান মূল্য: ১২,৯৯৯ টাকা।
Vivo Y02  বর্তমান মূল্য: ১০,৯৯৯ টাকা।
Vivo Y02s  বর্তমান মূল্য: ১২,৫৯৯ টাকা।
Vivo Y02A  বর্তমান মূল্য: ১১,৯৯৯ টাকা।
Vivo Y16  বর্তমান মূল্য: ১৩,৯৯৯ টাকা।
Vivo Y02t  বর্তমান মূল্য: ১২,৯৯৯ টাকা।
ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২০২৪

মোবাইলের নাম: Vivo Y11

  • AI ডুয়েল ক্যামেরা যার ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ও ব্যক ক্যামেরা: ১৫ মেগাপিক্সেল।
  • ৫০০০mAh ব্যাটারি।
  • ফেচ এক্সেস এবং ফিঙ্গার প্রিন্ট আনলকিং।
  • RAM: ৩ জিবি ও ROM: ৩২ জিবি।
  • অপারেটিং সিস্টেম: Funtouch OS 9.1
  • স্ক্রিন সাইজ: ৬.৩৫ ইঞ্চি।
  • রেটিং: ****

মোবাইলের নাম: Vivo Y1s

  • ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল ও ব্যক ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল।
  • ৪০৩০mAh ব্যাটারি।
  • RAM: ২ জিবি ও ROM: ৩২ জিবি।
  • অপারেটিং সিস্টেম: Android™ 10
  • স্ক্রিন সাইজ: ৬.২২ ইঞ্চি।
  • রেটিং: ***

মোবাইলের নাম: Vivo Y12s

  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ও ব্যক ক্যামেরা: ১৫ মেগাপিক্সেল।
  • ৫০০০mAh ব্যাটারি।
  • সাইড ফিঙ্গার প্রিন্ট আনলকিং।
  • ব্লুটুথ: Bluetooth 5.0
  • ওয়াইফাই: 2.4GHz /5GHz
  • RAM: ৩ জিবি ও ROM: ৩২ জিবি।
  • অপারেটিং সিস্টেম: Funtouch OS 11
  • স্ক্রিন সাইজ: ৬.৫১ ইঞ্চি।
  • রেটিং: ****

মোবাইলের নাম: Vivo Y20 2021

  • AI ট্রিপল ম্যাক্রো ক্যামেরা।
  • আই প্রটেকশন।
  • AI এ্যালবামস।
  • সাইড মাইন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।
  • RAM: ৪ জিবি ও ROM: ৬৪ জিবি।
  • অপারেটিং সিস্টেম: Funtouch OS 11
  • আল্ট্রা গেম মুড।
  • রেটিং: *****

মোবাইলের নাম: Vivo Y01

  • ৮.২৮ এমএম বডি থিকনেস।
  • ৫০০০mAh ব্যাটারি।
  • থ্রিডি স্লিম ডিজাইন।
  • RAM: ২ জিবি ও ROM: ৩২ জিবি।
  • অপারেটিং সিস্টেম: Funtouch OS 11
  • রেটিং: ***

আপনি যদি এনআইডি সম্পর্কিত যে কোন ধরনের তথ্যের জন্য এখানে ভিজিট করুন: NID SERVICES

সারকথা:

আমরা এখানে আপনাকে ১৫ হাজার টাকার মোবাইল vivo সম্পর্কে একটি ধারনা দিতে সক্ষম হয়েছি। আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ

One thought on “১৫ হাজার টাকার মোবাইল vivo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *